কলম তুমি আর্তনাদ করো না
একটু শান্ত হও।
হোক না শিশু কন্যার ধর্ষণ ভাঙুক না খেলাঘর।
আর্তনাদ করো না তুমি
শিশু কন্যাটি ঘুমাচ্ছে -
ওই কিশোরী মেয়েটির দুখের কাহিনী লেখো জ্বালাময়ী করে।
নির্জন অন্ধকারে লন্ঠনের আলোয় জ্বলন্ত
একটা ঘটনার বিবরন দাও নিঃস্তব্ধে।
বিনা আর্তনাদে -
কলম তুমি অবুজ নও?
যে সব রাক্ষস শিশু কন্যা গুলির জীবন নিয়েছে -
তারা যে সে লোক নয়?
হানাহানি খুনখারাপি এদের প্রতিদিনে জল খাবার।
কেন তুমি এদের মুখোমুখি হতে চাইছ?
এরা নারীজাতিকে খাদ্য মনে করে।
সুরক্ষা?
তুমি দেবে সুরক্ষা?
অসম্ভব !
ওরা তোমাকেও শেষ করে দেবে একদিন -
সেদিন কি করবে?
শেষ রক্ত বিন্দু টুকুও নিগড়ে নেবে তোমার।
দেখোনি? কত শত মামলা
কত শত শাস্তিও এদের রুখতে পারেনি।
তবে তুমি কেন বৃথা করো জিদ?
বন্ধ করো তোমার ঐ লড়াই।
কাগজের পাতা গুলোও আজ বিক্রি হয়ে গেছে ওদের কাছে।
ওদের মতো করেই তো চলে।
কদিন?
কদিন আর লোকে মনে রাখে এদের -
কতদিন আর?
একদিন দুদিন? তবে?
তারপর ওদেরই পয়সায় বিদেশ ভ্রমন।
বেদনায় জর্জরিত মানুষের মন সুধু হুতাস করতে জানে।
তাও খুবই সংক্ষিপ্ত সময়।
মিডিয়ায় কেউ মুখ খুললে -
তাকে তুলে নিয়ে ধমকি দেয়।
তোমাকে ও দেবে নইলে গারদের অন্ধকুপে ফেলে দেবে -
সারাজীবন।
কলম তুমি আর আর্তনাদ করো না সইতে শেখো।
ভুলতে শেখো -
আমরাও ভুলে যাই -সব।
===
প্রতিবাদের প্রতিবাদ।