একটা কাঁটা পায়ের তলায়
ফুটে আছে বহুদিন।
মনেও-
তুমিও দেখতে পাওনি
এখনো-আকাশে শরৎ এলো
হাত বাড়িয়ে আছি
হাতে হাত দাও।
দিলে না -
হাত ধরে হাঁটতে চাই, পায়ের কাঁটা পায়েই থেকে গেল -
বের করতে গেলে ব্যথা-
চাপ দিলে ব্যথা-
পচা রোদ্দুরে ঘামে-
অতিরিক্ত জ্বালা-
পায়ে-
হাত বাড়িয়ে আছি আমি এখনো। হাত দিলে না-
জ্বালা মনেও-
হাত ভরে যায় শুকনো পাতা আর ধুলোনামে
জীবাণু গুলোতে।
দরজা খুলে দেখো -
মনের দরজা-
দরজায় রোদ্দুর এসে দাঁড়িয়ে
আছে তোমাকে প্রেমের আগুনে পোড়াবে সূর্য।
কেন সুধু দাঁড়িয়ে আছো ডাকো
অনাদরেই ডাকো,
মনের জানালায়-
এখনো দ্বিধা  -আরো পরে?
কাঁটা টা বড় বেদনা দেয়
যন্ত্রনা -
এসো -এসো আমার কাছে
ও কাঁটা থাক।
সেতো পায়ের তলায় -
যন্ত্রণা দিক।
তুমি ফুল হয়ে এসো।
আমি রইলাম অপেক্ষায়।
===