কেঁদো না নির্ভয়া কেঁদো না।
পাকানো হচ্ছে দড়ি।
তোমাকে যারা ছিঁড়ে খেয়েছে
তাদের জন্য।
চারটে দড়ি এসেছে শহর থেকে।
পাকানো হচ্ছে মোলায়েম করে।
লাখো টাকার মোলায়েম ক্রীম দিয়ে।
তাদের গলায় যেন না লাগে।
তাদের গলায় যেন দাগ না পড়ে।
মরতে যেন কষ্ট না হয়।
মরার আগে যে কষ্ট তুমি পেয়েছ,
সে কষ্টও তারা পাবে না।
না কষ্ট দেওয়া যাবে না।
কারণ আমরা এমন ই -
আমরা কাউকে কষ্ট দি না।
আমাদের আইন কারো কষ্ট,
সহ্য করতে পারে না।
বুঝলে?
কেঁদো না নির্ভয়া।
পাকানো হচ্ছে দড়ি -
মোলায়েম করে।
===