জানালা পাশে এলো চুলে
নাইবা তুমি বসলে।
ঘোমটা দিয়ে আঁধার রাতে
নাইবা তুমি আসলে।
কলসী কাখে মেঠো পথে
নাইবা জল আনলে।
গহিন রাতে আমার ঘরে
জোছনা জলে ভাসলে।
আমলকি বন,সোনার রোদ
নাইবা মাঠে রইল।
রঙিন রঙিন প্রজাপতি
বাতাস পরে ভাসল।
হায়রে আমার ব্যর্থ প্রেম
নদী আঁকা বাঁকা।
ক্যানভাসেতে হয় না কেন
জল রঙেতে আঁকা।
ভোরের শিশির পদ্মপাতায়
টল টল টল টল।
শিউলি বনে ফুল কুড়াতে
কেবা যাবি বল।
নীল আকাশে রামধনু সাজ
সাতটি রঙে রাঙা।
কাঁদছে আকাশ সাদা মেঘে
আমার হৃদয় ভাঙা।
আগুন হাতে সূর্য মামা
সকালবেলা ডাকে।
তোমার আমার অমূল্য প্রেম
গোপন করে রাখে।
ক্যানভাসে রঙ অনেক দিলাম
হয়নি কোনো আঁকা।
মাথায় করে প্রেম, বিক্রি করি
তাই পূর্ণ ঝাঁকা।
গ্রামের পথে জমির আলে
দুই শালিকের বাস।
তোমার আমার অপূর্ণ প্রেম
অট্টালিকার দাস।