খাঁচায় ভরা পাখি
দেবপ্রসাদ জানা
  ৩০.৪.২০২১


প্রতিদিন ভাবি হত্যা,করবো নিজেকে,
রৌদ্রসিক্ত ছিপছিপে পিচ রাস্তাটায়।
প্রতিবার বশীভূত করেছি তাহাকে-
নির্জনে,নীরবে তার উষ্ণ অপেক্ষায়।


বেদনায় শুষ্ক বুকে,আত্মার আক্রোশ।
প্রিয়াহারা প্রেমিকের,স্মৃতিক্ষত মেঘ।
সহস্র পুরনো ব্যথা,করে আপশোস।
অনায়াসে প্রত্যাশায়,অনাদি আবেগ।


অন্ধকার চৌরাস্তায়,শবদেহ বলে।
স্বস্তির নিশ্বাস নাই,মরণের পরে।
জোছনায় ভরা চাঁদ,বিকলাঙ্গ হলে,
মরা প্রানে প্রেম আসে,আবহের সুরে।


প্রতিদিন প্রেম খুঁজি,প্রেমিকার ভিড়ে।
খাঁচায় থাকা পাখিটা,সেও যাবে উড়ে।