।।ক্ষেত্র পরিহার।।
দেবপ্রসাদ জানা
   ১৪.১২.২০২০


কতগুলো জানোয়ার,মানুষের মতো
পোষাক পোরে সমাজে যে ঘুরে বেড়ায়,
আপনারা দেখেন না?অলিগলি কতো-
মুখোস পরা মানুষ,সবার পাড়ায়।


সেবায় নিযুক্ত হয়ে, দশের উন্নতি-
করে,যারা যুদ্ধ করে,তাদের ভাঙ্গায়।
তাদের পরিকল্পিত,চক্রান্তে দূর্গতি -
সেটাও মেনে নিতেই হয়, ভরসায়।


নিয়োজিত সব ব্যক্তি,প্রয়োজনে আসে,
তা নয়,আসলে যাঁরা, পন করে,ভাবে-
সমাজে যেকোন ক্ষেত্রে,সে সাহিত্যাকাশে
হোক আর অন্য ক্ষেত্র হোক, সে ফাঁসবে।


আর যখন ফাঁসাতে পারবে না আর-
ভুলভাল অঙ্ককষে,ক্ষেত্র পরিহার।