সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।।ক্ষনিকের জীবন।।
   দেবপ্রসাদ জানা
      ১৯.৮.২০২০


নীলপরী মহাকাশে সাদা ডানা মেলে,
অপরূপা মায়াবিনী পাহাড়ের চূড়া
অন্তর্নিহিত রোদনে শুধু অশ্রু ফেলে,
শিশির হয়ে অশ্রুর, ঘাসে ঝরে পড়া


কতক্ষনে দিবাকর দেবে যে পুড়িয়ে
স্বল্পক্ষনের জীবন, মৃত্যুর অপেক্ষায়
রঙিন প্রতারণায়, যাবে যে হারিয়ে
যার পীড়া সেই বোঝে,বোবা কান্নায়।


স্বপ্নের দেশে বিভোর,দুটি আঁখি বলে
জড়িয়ে ধরো না মোরে, হিমেল হাওয়া
যতক্ষন প্রান থাকে ভালোবাসা হলে
মুছে যাবে ক্ষনিকের জীবন পাওয়া


বেঁচে থাকার বেদনা নীলপরী জানে
নিঝুম আঁধার রবে, দীর্ঘদিন প্রানে।