কিন্তু কেন?
দেবপ্রসাদ জানা


কিন্তু কেন?
কেন এই শূন্যতা?
স্বপ্নময় হেঁটে যাবো -
এক জীবন থেকে অন্য জীবনে -
যদি নির্বাক থাকি,
যদি পাথর হয়ে থাকি,
পাবো, বুক জুড়ে এক রাশ বঞ্চনার ধুসর প্রস্তর।
প্রতিদিনের তুচ্ছ ত্রুটি গুলি,
এক এক করে পোড়াই অন্তর্দাহে।
বুক জুড়ে এক রাশ গ্রহ নক্ষত্র ছুটে বেড়ায়,
দিনের আলোয় হারিয়ে যায়,
আবার আসে রাত হলে,
স্বপ্নের মত ঢুকে পড়ে মনে,
ঘুমের ঘোরে কিংবা জাগরণে,
জানি শব্দগুলো পৌঁছায় না সেখানে,
কোথাও কালো অন্ধকার আসে,
মহাকাশেরও অন্ধকার কালো গর্ত,শূন্যতা।
বুক ভরা শূন্যতা। কেন?
তার কি এমন দুঃখ?
কখনো কখনো ধুমকেতুরাও আত্মহত্যা করে।
ভীষণ দুঃখে হারিয়ে যায় তার পথ।
ঝরে পড়ে মহাকাশ হতে।
আত্মহত্যা করে নক্ষত্রেরাও।
নিঃশব্দে মৃত্যু হয়,মহাকাশ যানের।
কিন্তু কেন?