বড় দুঃখ পেলাম কবি -
বুঝিনি কবিতা এত হৃদয় বিদীর্ন হবে আমার জীবনে-
কেন?
টাইফুন চেয়েছিলাম -
একটা ঝড়ের কবিতা লিখে
ঝড়ের বাতাসে উড়িয়ে দেবো-
তোমরা দেখে আপ্লুত হবে-
বাহবা দেবে, কুর্ণিশ করবে,
হাজার মুগ্ধ কমেন্টে আমায় শীর্ষ সিংহাসনে বসিয়ে দেবে।
কিন্তু-
বুঝিনি তা আমার সুখের কুঁড়ে ঘরটাই উড়িয়ে নিয়ে যাবে -
বুঝিনি-না বুঝিনি-
একটু কলঙ্ক চেয়েছিলাম -
কবিতায় ঢেলে দেবো অমাবস্যার আঁধার -
তোমরা আমায় খুঁজবে নিয়নের বাতি নিয়ে -
সূর্য কে ডেকে বলবে, কই আমি?
আমার জীবনটাই অন্ধকারে ছেয়ে গেল,
হারিয়ে গেল কবিতার খাতা,
যে লেখা গুলো আঁধারে ই দেখা যেত,
তারও হলো না স্থান, কবিতার বইতে-
এত কালো মেঘ,এত আঁধার,
আকাশ ঢেকে দিল কবিতার লাইন-
কবি ক্ষমা করো মোরে -
দম্ভ মোর চূর্ণ করি আজই তব চরণতলে-
একটা ভালোবাসার আঘাত
চেয়েছিলাম -
ভাবতে পারিনি তা হৃদয় উপড়ে নেবে-
ছিঁড়ে যাবে প্রেমের বন্ধন,
বেদনা পচে হৃদয়ের দূর্গন্ধে ঘিরে যাবে বায়ুমন্ডল-
রূপসী ফুলের মতো-
একটা ভালোবাসার নারী চেয়েছিলাম-
যার ভালোবাসায় কবিতায় উঠবে প্রেমের হিক্কা-
তচনচ করে দেবে যত প্রেমিক কবির কাল্পনিক প্রেমের কবিতা,-
সত্য জ্বলে উঠবে কবিতার খাতায়,
দাউ দাউ করে জ্বলবে সকলের হৃদয়-
জ্বলজ্বল করে জ্বলবে প্রেমের ধ্রুবতারা-
চাঁদের আলো কেও ফিকে করে দেবে,
আমার প্রেমের ধ্রুব তারা- কিন্তু -
হায়রে হায়
সে যে আমার সোনায় গড়া সংসারটা পুড়িয়ে -
কবি হওয়ার সাধ মিটিয়ে গেল -
আমার অজান্তেই -


===