।।কবিতার প্রেম।।
দেবপ্রসাদ জানা
   ২৪.১২.২০২০


কবিতার প্রেম যদি,স্রোতে ভাসে আজ,
জেনো কবির চরিত্রে,দাগ লেগে গেছে।
কবির কবিতা পড়ে,দিতে পারো তাজ-
হৃদয়ের বাঁধ যেন,ভেঙ্গে দিয়ে গেছে।


কবিতার দুখে যদি,কাঁদে মন প্রাণ।
বুঝবে,মনের কোনে,কষ্ট ধরে রাখে।
কবিতার প্রেমে কবি,দেয় বলিদান।
প্রলোভনে ঘরছেড়ে,বনবাসে থাকে।


বুনেছে শব্দের জাল,চাঁদের আলোয়,
কবিতার খাতাখানি,হৃদয়ে রেখেছে।
শেষকালে কবিতার হইল প্রনয়।
কবিসনে ঘর বেঁধে,কলঙ্ক মেখেছে।


রাতের প্রহরী রাখে, চাঁদ করতলে।
কবি বড় অসহায়,কবিতার ছলে।