কাক কোকিলে ঝগড়া করে
ভীষণ রকম লড়াই।
আমার বাসায় ডিম পেড়ে
করিস কেন বড়াই।।
নালিশ দিছি রাজার কাছে
শাস্তি হবে তোর।
ময়ুর রাজা ধরবে এবার
তুই কেমন চোর।।
ভীষণ রকম ভড়কে গেছে
কোকিল কর্তা তাই।
কেঁদে কেটে বলছে এখন
আমার যে ঘর নাই।
ছানা গুলো থাকবে কোথায়
চিন্তা ভারি মনে।
এবারটি দাও ছেড়ে দাদা
চলে যাব বনে।।
তোমায় অনেক গান শোনাব
গাছের ডালে ডালে।
কুহু দেবো সকালবেলায়
নাচবে তালে তালে।
অপরাধ কি গুরুতর
বন্দী করে রাখো।
লোহার খাঁচা কেমন লাগে
একটু চেয়ে দেখো।
শিকল দিয়ে পা বেঁধেছে
খেতে দেয়নি কিছু।
কালো আমি, কালো তুমি
করলে উঁচু নিচু।
রাজা আমায় দেয়নি বাসা
পারি না কিছু বলতে?
অন্ধকারে বন্দী হলে
তখন তুমি বুঝতে।
হেথায় বড় কষ্টে আছি
মাকে মনে পড়ে।
একটু ভাই ক্ষমা করো
ভাই মনে করে।


এ বিচার কবে শেষ হবে?
===