কলমে ইলিশ
দেবপ্রসাদ জানা
২৪.৭.২০২১


ইলিশ মাছের মাথা যোগে
কচুশাক রাঁধো।
এপার বাংলা ওপার বাংলা
কলমটারে বাঁধো।
লিখুন দেখি তোয়াজ করে
ভাইবন্ধু কাজী।
লেখা পড়ে পাই যেন
পদ্মানদীর মাঝি।
পদ্মানদীর অগাধ জলে
আছে রূপার খনি।
আনুন তুলে কলমজালে
সাধের কলমরানী।
ইলিশ ভাপা,দই ইলিশ
নোনা ইলিশ যতো।
কলম কড়ায় রান্না করো
মানিকবাবুর মতো।
সাধের যত বাহার আছে
দুই বাংলায় পাই।
এমন খাদ্য জেনো সবে
ভু-ভারতে নাই।
বাসি হোক, তাজা হোক
এমন সাধের বাহার।
নোলা থেকে জল পড়ে
নাম শুনলে তাহার।
রূপসী সুন্দরী যতো
জানা অজানা মৎস্য।
এমন সাধের তুলনা নেই
মনে রেখো বৎস্য।
লিখুন লিখুন স্বাদে গন্ধে
ইলিশ শিরোনামে।
কলম সৈনিক ধন্য কবে
কবি যুক্ত নামে।