সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
          ।। কুমারী শ্রাবণী।।
            দেবপ্রসাদ জানা
                ২৯.৭.২০২০
আকাশে বাদল কালো,মেঘ ঘনঘাত,
গুরু গুরু দুরু দুরু  করছে গর্জন
বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত
ফাঁকা মাঠে তালগাছে অনল ধর্ষণ


মেঘ ডাকে বারে বারে প্রকৃতি বেচারি
কুমারী শ্রাবনী কাঁপে বাঁশপত্র যেন
বিদ্যুতের ঝলকানি চমকিত নারী
ঘনমেঘ হাসি কহে ওরে যাস কেন।


তবু শ্রাবণীর মনে শিহরণ আছে
মেঘ যদি তারে একা পেয়ে বলে চলো
একা শ্রাবণী দেখেনি?একা তাল গাছে
ফাঁকা সেই মাঠে কিযে,হাল হয়েছিল।


ভয়ে শ্রাবণী দেখেনি তার দিকে চেয়ে
ঝরে গেছে অবিরাম শান্ত বায়ু পেয়ে।।