দেখো সকাল কেমন চুমু খাচ্ছে সূর্যকে। দেখো -
বাতাস দেখে কাঁপছে থরথর।
সূর্যের মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে।
আকাশের গায়ে লজ্জার রঙ
নীলের জায়গায় লাল।
একটা খেজুর গাছ উঁকি দিয়ে দেখেছে তখন।
কাঁটাও বোধ হয়,
ফুটিয়ে ছিল সকালের গায়।
শোনে নি সকাল।
গরুর গাড়িতে নতুন বউ ঘোমটা মাথায় -
দেখে ফেলেছে।
গাড়য়ান পথ ভুলে অন্য পথে -
নদীর বড় হিংসে হয়,
সেতো রোজ দেখে সে থাকতে,
সকাল কেন চুমু দেয় সূর্যকে?
যদিও মাঝে মাঝে তারও লাইন আসে।
ঐ যে সেদিন -
গঙ্গা সাগরে কাকদ্বীপের পথে একবার পেয়েছিল তাকে।
মেঘ বলল -আরে ছিঃ ছিঃ এমনটা কেউ করে?
এরপর তুমি সারাদিন কাটাবে কেমন ভাবে?
===