ক্ষত গুলো খুলে রেখেছি চিত্রলেখা।
ঠিক ঠিক যে যে স্থানে আঘাত গুলো করেছিলে তুমি।
আমি জানি ঐ ক্ষত গুলোয় তোমার নাম লেখা নেই।
তবু আঘাত গুলো তো তুমিই করেছিলে?
চিরদিন তুমি সুন্দর থাকবে না চিত্রলেখা।
সেদিন আমি আসব
আবার ভালোবাসব।
সেদিন হয়তো তোমার ঐ রূপের ডালি থাকবে না।
আমি সেদিন আসব।
তোমার হাতে লাল গোলাপ টা আবার আমি নেব।
তখন হয়তো কাঁটা গুলো আর থাকবে না।
সেইদিন ক্ষত গুলোকে সাজিয়ে রাখব তোমার জন্য।
অন্তর্বর্তী শুন্যতায় যদি নিঃশব্দে হারায় ভালোবাসার
গোলাপ টা।
তবুও বলবো ভালোবাসি।
সেদিন তুমি অচেনা পাখিদের ভিড়ে স্পষ্ট দেখা যাবে।
সেদিন আমি প্রহরী বটের মতো তোমাকে পাহারা দিতে যাবো।
আমি আবার আসব চিত্রলেখা।
তোমার সৌন্দর্য গুলো সময়ের অন্তরালে চলে যাবে সেদিন।
সব তো চিরদিন থাকে না চিত্রলেখা।
আজ আছে কাল নেই।
আমি না হয় কালই আসব।
তোমাকে তখন ভালোবাসব।
জীবনের বিষাদময়তার সন্ধিক্ষনে
তোমাকে দেখব আবার।
হয়তো তোমার দাঁত গুলো পড়ে যাবে
মাথার চুল সাদা হবে।
বিবর্ণ হয়ে যাবে তোমার তনু।
হ্যাঁ সেদিন আমি আবার আসব।
তোমার কাছে তোমাকে ভালোবাসি বলতে
লাল গোলাপ হাতে।।