লিমেরিক-1


পলাশ ফুলে রঙ ঢেলেছে কে?
শিউলি ফুল কাঁদছে বসে যে-
তারও এবার পলাশ রঙ চাই
বলতো কোথায় এবার পাই
শিউলি রাগে ঝরে পড়ল যে।


লিমেরিক-2


চড়াই বলে ওরে ভাই কাক
মনের থেকে হিংসেমিটা রাখ।
আমি থাকি অট্টালিকায় বলে
সাহস এত সেথায় এলি চলে
ওরা তোকে কেমন তাড়ায় দেখ।


লিমেরিক-3


সব কবিদের প্রেমিকা থাকে
কাল্পনিক বা বাস্তবে রাখে।
আমার কেন নেইরে ভাই
আমার একটা প্রেমিকা চাই
কিন্তু রাখবো কোথায় তাকে।


লিমেরিক-4


বুকের ওপর পাথর খানা
দুখের থেকে সস্তায় কেনা
একটু একটু রোজ ভাঙি
হাতে নিয়ে ভারি টাঙি
দুখের পাথর সহজে তো যায় না।


লিমেরিক-5


কায়ার ঘরে পড়ল ছায়া
দুই সতীনে ভারি মায়া।
একই থালায় খায়
একই সাথেই নায়
রাতের বেলা ছায়া করে দয়া।
====