লড়াই
দেবপ্রসাদ জানা
   ০১.৫.২০২১


প্রত্যাশার হাত রাখি,বিষন্ন পাথরে।
স্বস্তিহীন অরুন্তুদ হাওয়া,চণ্ডালী
লহরা বাজিয়ে মেঘ,গগন পাঁজরে
আঁকাবাঁকা পথ ধরে,করে চতুরালি।


পৃথিবী ফেরালো মুখ,সাঁঝের বেলায়।
বাজেনি শাঁখ,তুলসী তলায় এখনো,
আটকে পড়া গোধুলি,বড় অসহায়,
সন্ধ্যাবেলার কাঁসর,বাজল না কেন?


ভালোবাসার নদীটা,বড় খরস্রোতা।
দিনের দহনে পোড়ে,বুকের পাঁজর,
সবুজ ঘাসেরা আজ,দিয়েছে বারতা।
ঝলসে যাচ্ছে তাদের,বুকের ভিতর।


বসন্তে নব পলাশ,ক্রোধে লাল হলে।
গ্রীষ্মের সাথে লড়াই,বরাবর চলে।