ও কুমোর ভাই -
দূর্গা ঠাকুর বানাছো?
মা আমাদের বাপের বাড়ি
আসবে।
আচ্ছা কুমোর ভাই এমন একটা মা বানাও যে মা দূর্গার মতো,
অসুরদের সাথে লড়াই করবে।
দশ হাতে দশাস্ত্র নিয়ে।
আরে না না সে অসুর নয়।
তিয়াত্তর বছরে মা স্বাধীনতার
গর্ভপ্রসবিত কুলাঙ্গার।
তিন বছরের শিশু কন্যা
তাকেও- ছিঃ
আগুন জ্বালবে আর পুড়িয়ে মারতে হবে।
পারবে?
তোমার ঐ মাটির দূর্গা।
কতোটুকু?
মা মাগো -
তুমি যাদের মেরেছিলে
তারা অসাধু অসুর নয়।
এরা বজ্জাত, এরা হিংস্র।
পিশাচ ।
একটা অস্ত্র আনো - ব্রহ্মাস্ত্র,
পোড়ে ?  
কি জানি বাবা?
যা ভেজাল চলছে।
চাইনিস্ নয়তো?
বিনাশ চাই।
ইংরেজ তারা ছিল দস্যু।
শহীদ হলো ভালো মানুষ।
ঠগবাজ শাসন করে দেশ
রাজার নীতি হারিয়ে গেছে
হ্যাজার নীতির চাপে।
সীমাবদ্ধ ক্ষয়,সীমিত বিনাশ,
লাভ নেই।
দহন চাই - অনলে দহন
করতে চাই সন্ত্রাস -নেতাজী
হ্যাঁ আর একটি সুভাষচন্দ্র  
বন্ধ ! হ্যাঁ বন্ধ হবেই হবে সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে,
কিছু থাকে,  
রাখা কিছু যাবে না।
হোক না সে কিউকেটা।
এই যা ভুল হয়ে গেল ভাই।
মা দূগ্গা যে  আর নাই।
ছাই,  
  
======