।।মহালক্ষ্মী।।
দেবপ্রসাদ জানা
০১.১১.২০২০


এসো মাগো মহালক্ষ্মী,পৃথিবীতে এসো
আকাশের বুকে দেখো,জোছনার খেলা।
পূর্ণিমার চাঁদ ডাকে,তার পাশে বসো।
জোছনার আলো জ্বেলে,দেখো এই বেলা।


নমঃলক্ষ্মী,নমঃলক্ষ্মী,কোজাগরী রাত।
এত আলো জোছনার,তবুও আঁধার।
কিছু ঘরে ভরা আলো,কিছু ঘরে রাত।
প্রদীপের বুক পুড়ে,যায় প্রতিবার।


চারদিক দেখে এসো,সব অনাহারে
না খাওয়া যত মুখ,খিদের জ্বালায়,
তোমার কৃপার লাগি,উপবাস করে।
জোছনা উপুড় করো,রাতের বেলায়।


সবশেষে এসো তুমি,আমাদের ঘরে।
কষ্টে যদি চোখে জল,ঝরঝর ঝরে।