স্বপ্নকে খুন করে
জন্ম দিয়েছি বাস্তব কে।
বাঁচার অদম্য ইচ্ছায়
লালন করেছি তাকে।
এখন গভীর ঘুমেও
স্বপ্ন আসে না।
ভয় পেয়েছে কঠিন বাস্তবকে
হাতের মুঠোও পৃথিবী
বেঁচে আছি স্বপ্নহীন একা।
বাজ পড়া রুক্ষ তাল
গাছটার মতো।
কেন?
আমি খুনী!
স্বপ্নকে খুন করে
বিদায় দিয়েছি
মানবিকতা।
চারদিক আবছায়া
মেঘলা
সমুদ্রের গভীর অতলে স্বপ্ন
নরকের তীব্র অন্ধকারে-বন্দী।
কর্দমাক্ত নীলাভ বারির
উপর
জীবনকে ভাসিয়ে স্বপ্নকে
স্মরণ করতে গিয়ে  
অন্ধকার জলে,
হারিয়ে যায় সব।    
পাবে না আর  
আমাকে
বিবর্ণ অন্ধকার।
হে পৃথিবী,  
পাশ ফিরে দেখো।
স্বপ্ন আজ বাস্তবে।
স্বপ্ন আসবে?
দেখো স্বপ্ন পড়ে আছে
এই তাল গাছটার নিচে
ক্ষত বিক্ষত সংঞ্জাহীন।
স্বপ্ন কাঁদে না আর
দারুন আঘাতে ও।
মানবিকতা হাসে বাসনার
ঝড়ো বাতাসে।
===