মাননীয় করোনা মহাশয়া সমীপেষু।
আজ আমরা সারা বিশ্বের সাধারণ রোগ সম্প্রদায় সমিতির
পক্ষ থেকে একটা আন্দোলন গড়ে তোলার জন্য
সমবেত হয়েছি।
ওরা আমাদের খোঁজ নিচ্ছে না।
আমরা কেমন আছি এখন !
আপনার প্রকোপে আমাদের
এই দৈন্যদশা।
যাকে বলে ভাগ্য লিখন ....
আমরা যে ভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলাম,
তাতে সর্বদা আমাদেরই সমালোচনা
আমাদেরই গুনগান করত সকল শরীর।
কখনো জ্বর কখনো কাশি
কখনো ডায়রিয়া একটু বেশী।
গলার খুসখুস মাঝে মাঝে
মাথা ধরা সকাল সাঁঝে।
কিন্তু আপনার প্রচন্ড প্রকোপে
আমরা আজ অনাথের মতো
তুচ্ছ।
আপনারা যারা ধনী সম্প্রদায়ের মারনরোগ,
যারা গ্রামকে গ্রাম
দেশের পর দেশ
ঘুরে আসেন অনায়াসে।
যেমন ক্যানসার, টিবি,এডস্।
এদের কথা বলছি না।
বলছি আপনাদের মতো যোদ্ধা রোগ সম্প্রদায়।
যারা গ্রাম,শহর,রাজ্য, দেশ
একসঙ্গে ধ্বংস করে দিতে পারেন।
কলেরা, প্লেগ,ফ্লু।
কিন্তু আপনি?
আমাদের ছদ্মবেশে
আমাদের ঘরের পরিবেশে
এই যে শত শত মনুষ্য শরীর মেরে ফেলছেন।
আপনার ভয়ে মনুষ্যকুল বাইরেই বের হচ্ছে না।
সব দেশ ধীরে ধীরে মনুষ্য শুন্য হচ্ছে।
আমরা কি করে বাঁচব?
আমরা ক্ষুদ্র গরীব প্রজাতির রোগ।
আমাদের এ ভাবে নিঃস্ব করে
আপনাদের প্রতিপত্তি রমরমা করছেন।
আমরা রাস্তা ঘাটে অলিতে গলিতে গৃহহীন হয়ে ঘুরছি।
যেভাবে আপনারা ধীরে ধীরে
সারা পৃথিবী গ্রাস করছেন
তাতে আমাদের মৃত্যু অবধারিত।
জানি আপনি পৃথিবী শাসন করবেন।
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমস্ত দেশের অধিশ্বর হবেন।
তাবলে আমাদের মত গরীব রোগ সম্প্রদায়ের মাথার ওপর পা দিয়ে?
আপনি আমাদেরই ছদ্মবেশে
আমাদেরকেই ধ্বংস করে দেবেন?
ছিঃ শতধিক আপনাকে।
তবে ইতিহাস শাক্ষী আছে।
যখনই আমাদের মত গরীব
জন মজুরদের পেটে ঘা পড়েছে,
আমরাও নেমেছি আন্দোলনে।
আমরাও শহীদ হতে জানি।
নমস্কারান্তে -
জ্বর কাশি ডায়রিয়া গলাব্যথা সম্প্রদায়