মরণের বাস
দেবপ্রসাদ জানা
  ২৮.৪.২০২১
মেঘের আড়ালে ঢাকা,আত্মার পাখিটা
অগাধ-মরন খোঁজে, কার ইশারায়?
এলো মেলো হয়ে যায়,বধির স্বপ্নেরা।
কুয়াশা চাদরে মোড়া,প্রকৃতির মাঝে।
কেঁপে উঠি,বারেবার,আত্মার ক্রন্দনে
ক্ষুধার্ত পাখিটা আজো,বসেছে চৌকাঠে।
অপেক্ষায় আছে বুঝি,শিকারের লোভে।
অদ্ভুত অজানা ভয়, পৃথিবীর কাঁধে-
চাপিয়ে দিয়েছে তারা,বৃথা অবহেলে।
জীবনের দীর্ঘতম,পথ এই ভাবে-
স্বপ্নময় হেঁটে যাবে অনন্তের দিকে।
অনুভূতির তুচ্ছতা,গাহি অন্তর্জালে,
রাতের রুদ্ধতা ভেঙে,স্ফুলিঙ্গ ছড়ায়।
প্রহরে প্রহর গুনে,প্রচ্ছন্ন আড়ালে-
উন্মেষ ধুসর হবে খেলা শেষ হলে।
মিলিয়ে গিয়েছে কোনো অজানা শরীরে-
তম্বীক্রৌর্য কীটটার হেন পরিহাস।
তুচ্ছতার অগ্নি জ্বেলে,পোড়াই ভেতরে।
দেহ লোলুপ পোকাটা,বোধের আর্তিতে
বোধহীন শবদেহে, মরণের বাস।
এ কোন কীট জন্মিল,গোপন ক্ষয়ের-
নির্বিকারে হানা দেয়,গোটা পৃথিবীতে।