বৃথা কেন চিন্তা করো
আমি তো আছি।
বৃথা কেন চিন্তা করো
আমি যে মাছি।।
বৃথা কেন চিন্তা করো
কলেরা ভেদ বমি।
বৃথা কেন চিন্তা করো
খাবারেতে নামি।।
বৃথা কেন চিন্তা করো
জীবানু ছেড়ে দেব।
বৃথা কেন চিন্তা করো
পট্ পট্ তুলে নেব।।
বৃথা কেন চিন্তা করো
মলমূত্র সব আছে।
বৃথা কেন চিন্তা করো
উন্মুক্ত মাঠের কাছে।।
বৃথা কেন চিন্তা করো
আমি মাঠে ঘাটে।
বৃথা কেন চিন্তা করো
তুলব সবই লাটে।।
কুটকুট কামড়াই
আমি রক্ত চোষা।
পেট ভরে রক্ত খাই
আমি ডেঙু মশা।
হাঁড়িকুড়ি ভাঙ্গা খুড়ি
জল আছে সব বাড়ি।
সাফা জল প্রতি ঘরে
তাতে ডিম্ব ছাড়ি।
নিশিরাতে খাটিয়াতে
থাকি ওঁত পাতিয়া।
ভোর হলে দোর খোলে
মন ওঠে মাতিয়া।
গুডনাইট,অল আউট
কত চলে রঙ্গ।
ঢেঙুতে ভরে দেব
এ সাধের বঙ্গ।
কামানের দাগ দিয়ে
পারবে না হাটাতে।
ডেঙুতে ভরে দেব
ওলি গলি পাড়াতে।।
===