মাতৃরূপে নারী
দেবপ্রসাদ জানা
২৪.৮.২০২১


নারী তুমি কালো হও,কলঙ্ক নিও না।
নারী কালী মহাকালী,প্রেমিকা ঘরনী।
পবিত্র বিশুদ্ধ  নারী, মৃন্ময়ী জননী।
তোমার অন্তরে মাতা,বিনম্র চেতনা।


প্রজন্ম প্রজন্ম তুমি,মায়ার বীক্ষণে,
প্রবাহিত শান্তনদী নির্বাক আকাশ।
মায়ার বন্ধনে থাকে,গভীর প্রয়াস।
শীতল বাতাস আনে,উত্তপ্ত অঙ্গনে।


পবিত্র গঙ্গার জল,ভগবত গীতা।
তার চেয়ে শুদ্ধনারী,তুমি মাতৃরূপে,
কুৎসিত কালো রূপ,তবুও যে মাতা।
দেবদেবী পুজা করে,ধুনো আর ধুপে।
সৃষ্টির প্রলয় হোক,তবু রবে মাতা।
প্রতিটি যুগের নারী,থাকে মাতৃরূপে।


(কখখক,গঘঘগ,ঙচঙ,চঙচ)