আজ কাক ভোরে ঘুম থেকে উঠে,
তোমার মুখ দেখে মনে হলো
তুমি খুব সুখোস্বপ্নে ঘুমোচ্ছ।
কি স্বপ্ন দেখছিলে গো?
আমার?
মুখটা বিকৃত হয়ে গেল তার।
স্বপ্ন যতো মধুর হবে তত এ সংসার ছেড়ে,
দূরে কোথাও স্বপ্ন বাসা বাঁধবে।
আমি জানি।
আমাকে সঙ্গে নিয়ে তোমার মধুর স্বপ্ন আসে না।
আসে ভয়ঙ্কর বেদনার স্বপ্ন।
যা তুমি আমার সকাল টাকে বেদনায় ভরে দিতে পারো।
কই বললে না কি স্বপ্ন?
আমি জানি তুমি এড়িয়ে যাবে।
মিথ্যে করেই বলো কি স্বপ্ন দেখলে?
উত্তর হীন তুমি।
অবাক নয়নে আমাকে অবলোকন করছো।
বললে না কে সেই মহান পুরুষ?
যে তোমার সকালবেলা ঘুমে হানা দিয়ে
তোমাকে সুখি করে তোলে।
বললে নাতো?
কি এমন স্বপ্ন যে আমাকে বলতে তোমার এত সংকোচ।
সন্দেহের ভাইরাস ধীরে ধীরে আমাকে গ্রাস করছে।
বলো বলো কে সে?
যে সকালে তোমার বিছানায় আমার পাশে এসে
তোমাকে সুখি করে তোলে।
বলছ না যে -
এই জানো,
আমি না ওই নতুন কড়ি টাকার বান্ডিল টা
স্বপ্নে পেলাম। সত্যি।
ওই পুরানো ব্যগের ভিতর ছিল।
এই যে বলেছিলে আমি তোমায় দিইনি।
তোমার মনেই পড়ছে না।
===