মনের গোপনে
দেবপ্রসাদ জানা
১০.৭.২০২১


নীল প্রজাপতিটার দিন চলে গেছে
বিষন্নতায় ছুঁয়েছে,মৃত্যুর শিকড়
দীন সেজে বাঁক নেয় প্রত্যাশার নদী।
রয়ে যায় কত কথা মনের ভিতরে,
অফুরাণ কত স্মৃতি অন্তহীন পথে,
নাম ধরে ডাক দেয় পৃথিবীর মাটি,
কত কথা অবিরত মনের গভীরে-
গাঁথা থাকে অনিয়মে,গভীর স্বপনে।
নাম হারা কত ছবি ক্যানভাসে থেকে,
ম্লান হয়ে যায় কেন কালের তাণ্ডবে?
ছবি, কত কথা বলে যায় জীবনের।
গাঁথা হয়ে থাকে ক্ষোভ বিপন্ন বিষ্ময়ে।
ঢেউ ভেঙ্গে ভেঙ্গে নদী অদম্য ইচ্ছায়।
হিমস্বরে স্তব্ধতায় সূর্যাস্তের দিকে।