ঝরে পড়া পালকের ও প্রতিশব্দ
শোনা যাচ্ছে আজকের বিশ্বে।
অন্ধকারে আলো ঢুকে পড়ার শব্দ
তাও কর্ণ গোচর হচ্ছে।


কই সেই কোলাহল কই সেই
জাতি বর্ণ নির্বিশেষে লড়াই
ফুরিয়ে আসছে আয়ু।


আশ্চর্য হিম অন্ধকারে ডুবে
যাচ্ছে গোটা পৃথিবী।


নীল নীল আকাশ ফ্যাকাশে।
মেঘবালিকার কানে কানে
পরকীয়ার কথা বলে না।


মৌমাছিরা মধু সংগ্রহ ভূলে
ফুলের আড়ালে লুকিয়েছে ।
সুখের চাঁদ জোছনা মেখে পাথর।
গাছের আড়ালে নীরব নিশ্চল।


পার্থিব তামাশা টুকু বুঝে নিতে
জীবন গেলো মৃত্যুর স্রোতে বেঁকে।