“ নারী আর গাড়ি’


নারী আর গাড়ি
করে একটু বাড়াবাড়ি
পুরনো হলে ডিসটার্ব।


দু’টোই তেলে চলে।
যত ভালো তেল দেবে
ততই ভালো খেলে।।


অন্যের হাতে বিপদ।
সুন্দর গাড়ি,
সুন্দরী নারী  
দামি সে সম্পদ।।


বিগড়াবে কখন।
আগে বলা মুশকিল
হবে যখন তখন।।


আউটলুক ভালো,
তত খানি দাম তার
ঘর করে আলো।


চালু রাখতে হয়।
নইলে দাদা ঘন ঘন
সুধু ভুগতে হয়।


লাইসেন্স লাগে।
নইলে দাদা অপরাধ
সব মনে জাগে।


ফিটনেস ছাড়া নারী
টাকা খরচ এক কাঁড়ি
দুর্ঘটনা ঘটে যদি
যাবে চলে শশুর বাড়ি।


দুর্ঘটনা ঘটলে গাড়ি
জনসংখ্যা কমায়।
দুর্ঘটনা ঘটালে নারী
জনসংখ্যা বাড়ায়।।


ওরে পাগলা থেমে যা
আর কথা বলিস না।
শুনলে বউ, কথা গুলি
ঢুকতে ঘরে দেবে না।
===