নারী তোমার জন্য
দেবপ্রসাদ জানা
১২.০৭.২০২১


কলসী কাখে সকালবেলা
চললে কোথায় প্রিয়া
আটপৌড়ে রঙিন শাড়ি
তাতে প্রেমের ছায়া।


রূপালী চাঁদ পূণিমা তুমি
আমি অমানিশা।
আঁধার রাতের জোছনা তুমি
তুমি কবির নেশা।


তোমার চলা তোমার বলা
তোমার ভঙ্গিমা।
কবির কলম চলতে থাকে
কাঁদে ব্যাঙমা।


তোমার লজ্জা তোমার সজ্জা
তোমার ছলা কলা।
সকাল সন্ধ্যা,রাত দুপুরে
তোমার পথ চলা।


তুমি নদী তুমি সাগর
তুমি ভোরের রোদ।
তুমি প্রেমের অষ্টাদশী
তুমি দুখের সরোদ।


তোমার হাতের পুতুল সব
যেমন নাচাও নাচি।
সকাল বিকাল তোমার জন্য
ভালোবাসায় বাঁচি।