।।নতুন পৃথিবী।।
দেবপ্রসাদ জানা
  ১০.০১.২০২১


সুন্দর এসেছে রিক্ত,সুন্দরের কাছে।
অপরূপ আপ্যয়নে,আলিঙ্গন করে।
এ বিশাল পৃথিবীর মন, ছুঁয়ে আছে
ভোরের রঙিন সূর্য,লুকিয়ে আঁধারে।


একরাশ গোলাপের সৌরভ বাতাসে-
মিলে মিশে একাকার,হয়ে যায় রোজ।
একেলা তমাল তরূ,উঠে যায় আকাশে
বৃদ্ধ তমালের কেউ,রাখেনিকো খোঁজ।


পাখিদের কলতান,ভোরের বাতাসে।
কালের আধার কেটে,নতুন আলোতে,
নীরবতা ছেড়ে নদী, চলে অভিলাষে-
সাগরের সাথে যাবে সে,প্রেম বিলাতে।


সাগর সঙ্গম খোঁজে,আজ ক্লান্ত নদী।
নয়া পৃথিবীর আলো,এক হয় যদি।।