চুম্বন করছিল ঘন চুল
তোমার ললাটে।
তোমার পিঠের প্রান্তরে।
তোমার সুডৌল বক্ষে।
আমি অপলক তোমার বক্ষ সন্ধিতে
স্বপ্ন এঁকে চলেছি।
হৃদয় নদীতে তখন বান ডেকেছে।
ভালোবাসার সুনামী।
সঞ্চিত ছিল অগাধ প্রেমের অমৃত রস।
এই সেই মাহেন্দ্রক্ষন  
তোমাকে আপন করে নেওয়ার।
তৃষ্ণা, বন্যা প্লাবিত নীল সমুদ্রে
আকন্ঠ অমৃত সুধা পান করি।
মন্থন ! সমুদ্র মন্থন।
কই সেই পৃথিবীর বিস্ময়কর দৃশ্য।
একখানি বাহু
আর একখানি বাহু দিয়ে
বন্দী করেছে তোমার সমুদ্রশৈলী।
তোমার রক্তিম অভিমান
গোধুলির রক্তবেলায় নীল সঙ্গমে।