।। নীরব ব্যথায় ।।
দেবপ্রসাদ জানা
  ১৪.১০.২০২০


যেখানে হারিয়ে যায় মনের তরঙ্গ
সেই কদম তলায়,আজ কৃষ্ণ নেই।
বাঁশিও বাজে না সেথা,ওঠে না প্রসঙ্গ-
তাদের। তবুও ছিল তারা এখানেই।


ক্রমশ হারিয়ে যাচ্ছে তাহাদের মুখ
প্রেমই হারিয়ে যাচ্ছে,এসেছে শরীর
ভালোবাসা আর প্রেম,বিপরীত সুখ।
যার কাছে প্রেম দেহ,সে প্রেমে অস্থির।


স্মৃতিগুলো মনে পড়ে,খোলা বারান্দায়
জীবন গোধূলি বেলা,তবু নষ্টামিতে-
হারানো যৌবন খোঁজে,নষ্ট নিরালায়।
ভিক্টোরিয়ার চত্তরে,পূর্ণিমার রাতে।


স্নেহ-সুধা ভরা চেনা গাছের তলায়
ঝরে পড়ে প্রেম মধু, নীরব ব্যথায় ।