এত কিছুতো চাইনি আমি ।
এই যে এত আদর।
এত  সম্মান।
সম্মাননা পত্র।
মেমেন্টো।
ডাক টিকিটে আমার নাম ও ছবি।
কে যেন ভেতর থেকে নাড়া দেয়।
বলে এ সব কি তোমার প্রাপ্য ছিল?
আমি চেয়েছিলাম, আরো কিছু কম,  
আরো কিছু পরিশ্রম হোক জীবনের পথ।
আয়নার সামনে দাঁড়িয়ে -
নিজেকে বড় ছোটো মনে হয়।
যখন তোমাদের দেওয়া সম্মান গুলো বলে -
বাঃ বেশ তো কবি -ফুলছো।
মেলে দিয়ে পাখা, আনন্দের গান করছো।
বসে থাকা সবটা সময় তুমি
অবহেলে কাটিয়েছিলে।
অনাহারে, অভুক্ত থেকে কবিতাটাই আসে।
কিন্তু অর্থ আসে না।
কবিতাকে আদর করে বুকে চেপে ধরে
ভেবেছ বড় হয়ে গেছ তুমি?
কিন্তু -এতটা চায়নি আমি।
তোমায় চেয়েছি কবিতা।
এত হৈ হৈ লোক,
এত ভিড়, এত সমাগম!  
চেয়েছিল আরো কিছু দিতে।
কিন্তু নিতে পারি নি।
======