বুকের মধ্যস্থলে বেড়া দেওয়া
একটা লাল রঙের থলি।
তাতে অফুরন্ত লাল লাল জল
কখনো ঢুকছে কখনো বেরচ্ছে।
এই থলির মধ্যেই নাকি ভালোবাসার বাস।
একটা লাল পানের মতো,
বস্তায় ভরা থাকে ভালোবাসা।
এই ভালোবাসা লাল জল,
বইতে থাকে সারা শরীরে ।
প্রতিটা কোষে।
সরু সরু নালি দিয়ে।
শিরা উপশিরা দিয়ে।
ভালোবাসার লাল জল,
নদীর মতো এঁকে বেঁকে চলে।
গান গায় কথা বলে মনের সাথে।
প্রতিটা নালির মুখে কপাট আছে
কপাট কখনো খোলে -
কখনো বন্ধ হয়।
কখনো কখনো এই কপাট খোলা যায় না
বন্ধ হয়ে যায় নদীর প্রবাহ।
ঘটে ভালোবাসার মৃত্যু।।
===