নজর
দেবপ্রসাদ জানা
   ১৯.৪.২০২১


একটা চাঁদ,তিথির গহ্বরে ঘুমায়।
মৃন্ময় বিশ্ব বিক্ষত,কালের কল্লোলে।
ভেঙেদি জীবনবোধ,পূর্ণ  স্তব্ধতায়।
জেগে থাকে সূর্য একা,বুকের অনলে।


গীতি-কাব্যে কণ্ঠস্বর,কীটদ্রষ্ট হবে।
স্বদেশীরা মশগুল,কাগজের ফুলে।
হে কবি ঘুমালে নাকি,ফুলের সৌরভে।
উঠে দেখো সূর্য একা,রাতের কবলে।


নীলাকাশে ধ্রুবতারা,দিকভ্রষ্ট হয়,
কুয়াশা পীড়িত করে,সুকঠিন কাব্য।
প্রাণঘাতী সংলাপের,কঠিন সময়,
পুষ্পকাব্য ফোটাফুল,উপেক্ষার দ্রব্য।


কামনার অন্ধকারে,নিজের কবর।
চার শতক পরেও,বিকৃত নজর।