ওহে অন্ধকার
তোমার ভয়ে ভীত নয় মোদের হৃদয়।
কম্পিত নয় আমিও
নীচাসক্ত অবিবেকী মন তোমার।
নিত্য-সংসার-প্রেমে মুগ্ধ আমি।
একদিন আসবে যেদিন
তোমাকে চুরি করে
নেবো,বিশ্ব হোতে।
আলোয় আলোকিত
করিব বিশ্ব।
যারা এই ভয়রূপ অন্ধকারময়  অতিথি-ভবন।
চির বাসস্থান ব'লে ভাবে মনে।
পাপরূপ পিশাচ যাদের হৃদাসন, তোমারে আপন
করি আত্মা-অধিকার করে আছে অনুক্ষণ,
পরকাল যাদের বিশ্বাসহীন,
তাদের মুক্ত করিব।
ভাবিছ চুরি করে রাখিব কোথায়?
পাহাড়ের গুহায়।
যেখানে তোমার আপন ভায়েরা বাস করে, বহুদিন -সেথায়।
ভ্রুকুটি তোমার?
ভয়ের সঞ্চার?
জগৎ সংসারে তুমি অতিথি মাত্র।
আনন্দালোক তোমার মৃত্যু।
প্রস্তুত হও।
সর্ব্বদা প্রফুল্ল আছি তোমার কারণে।  
এসো হাজার দুখেও করিব তোমায় আলিঙ্গন।
অম্লান বদনে,
পাপলোলুপ নিয়ত
যে নিত্য তুমি করো।
আজ অবসান।
প্রদীপ পৃষ্ঠ হতে তোমারে -
মেঘকুঞ্জ হতে তোমারে-
মনোবৃন্ত হতে তোমারে-
করিব হরণ।
হে মৃত্যু! আর আসিও না
অন্ধকারময় মনোকষ্ট লয়ে।
কোন রূপে তোমারে করিবনা বরন।
আনন্দালোকে সদা
বিপুল বিশ্ব ভরিব শুভ্রালোকে।


==========