একটা অজানা বাতাস এসে
ছুঁয়ে যাচ্ছে রোজ।
কখনো আগুন আগুন
কখনো মন্দমধুর।
বাতাসের গায়ে হলুদ রঙ
বাতাসের গায়ে বসন্তের গন্ধ।
কখনো শীত শীত
কখনো বৃষ্টি ভেজা মাটির গন্ধ।
কখনো নেড়াপোড়ার পোড়া আলুর গন্ধ।
মেঘ বালিকারা সাঁতার কাটছে
ধুলোর পিঠে ভর করে।
ঝরা পাতা গুলো
অপরিচিত বাতাসের গায় চুমু দিয়ে
ভালোবাসি বলে যায়।
এ এক নতুন অনুভূতি।
কাল সকালে যখন
লাল নীল হলুদ সবুজ রঙের রঙ্গ দেখে
পাখিরা গান গাবে।
তখন বসন্ত নাচবে কদমতলায়
রাই কিশোরীর সনে।
এ বাতাস তো অজানা নয়
চিনেছি পলাশ বনে।