সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।। অক্ষরের খেলা।।
   দেবপ্রসাদ জানা
      ০৩.৯.২০২০


কবিতা আমার স্বপ্ন,সোহাগিনী নদী।
রাতজাগা পাখিদের,কলকাকুলিতে।
আমার কবিতা তার,ভালো লাগে যদি।
মন্তব্যে মন্তব্য দিয়ে, ভরে দেবে তাতে।


শব্দ ছন্দ কাটাকুটি,অক্ষরের খেলা।
বুঝিনি আমি সাহিত্য,অলঙ্কারে গড়া।
ক্ষমা করো কবিবন্ধু,ভুল আছে মেলা।
ভয়ে ভয়ে লেখালিখি,যেন যায় পড়া।


করি আমি মনে মনে শব্দ নিয়ে খেলা।
ভালোমন্দ সব আছে। নানা ভুলে ভরা।
শুন্য করি শুন্য দিয়ে,খুব ভোরবেলা।
গোলকধাঁধায় ঘুরি ,আমি ছন্নছাড়া।


মার্জনায় ভরো মোরে,যত গুনীজনে ।
তুচ্ছ আমি,নিত্য করি শব্দ তপোবনে ।