।।অক্ষর কথা বলে।।
  দেবপ্রসাদ জানা
     ৮.৪.২০২১


আমার ভবিষ্যৎ,ভবিষ্যতের ভবিষ্যৎ
ছোট্ট শিশিতে ভরে রাখা অমৃতের বিন্দু।
পৌঁছে দিয়ো কবি সবার কাছে।
শিশির সিক্ত ফুলের রেনু-জীবন ডাকে আঁধারে।
ঘুম ঘোর চাঁদ ডাকে প্রেমের পাখিটাকে,
সব যুদ্ধ একদিন থেমে যাবে পলকেই-
ইতিহাস কথা কবে ছাপা অক্ষরে,
টপটপ করে পড়বে কবিতার রস।
খেজুরের রসের মতো,ফাঁসি দেওয়া -
কলসীর উদরে। জন্ম নেবে নব ভবিষ্যৎ।
শব্দ জব্দ হবে,প্রতিটি ফোঁটায়
একটা একটা কবিতার জন্ম হবে,
কবির হাত ধরে,কলমের জঠর থেকে।
আক্রোশ ভরা কবিতা একদিন,
বন্দী হবে কারাগারে-সভ্যতার জেলখানায়।
যুবক উপন্যাস,ষোড়শী কবিতা -
পরকীয়ায় লিপ্ত হবে,ভবিষ্যতের গর্ভকোষে,
বিপ্লব আসবে সাদা খাতার বক্ষে,মহাসমারহে।
হ্যাঁ,ভরিয়ে তুলবে চৈত্রের এই খরা দুপুর।