।।অঙ্ক শেখা।।
দেবপ্রসাদ জানা
০৭.১০.২০২০


সিঁড়ি ভাঙ্গা অঙ্ক গুলো,কেন মিলছে না?
ঝরা ফুল শব্দ তুলে প্রতিবাদ করে।
বুকের ভেতরে কাঁদে,প্রেমের যন্ত্রনা।
শিশিরের ফোঁটা পড়ে,গায়ে টপ করে।


আসলে চোখের জল,কাজলে কাজলে
কলঙ্ক ধুয়ে ফেলতে চায় প্রতিদিন।
গোপনে করা পাপের,কালির বদলে
অশ্রু ঝরে প্রতিক্ষনে, প্রত্যাশা মলিন।


চোখের কোনে অশ্রুতে মেশা বেদনার
শিশির বিন্দু জমেছে,আকাশের চোখে।
শূন্যতার নীলাকাশে কলঙ্কের ভার -
নেবে ভালোবেসে আজ,শরতের থেকে।


আকাশ বাতাস রোদ,ঐ মেঘ বলাকা।
জীবনের সিঁড়ি বেয়ে,শুধু অঙ্ক শেখা।