বাতাসের কাছে একটা খবর দিলাম।
শুনে নিও -
আমি চাকরি পেয়ে গেছি রাইটারসে।
ভালো পদ। মাইনে চল্লিশ হাজার।
যদি আর কটা দিন অপেক্ষা করতে, তাহলে হয়তো -
যাক সে কথা থাক।
তোমার মা বলেছিল "চাকরি বাকরি পাও "
কিন্থু সেই অবসর তুমি দিলে না।
আজ চাকরিটা পেয়ে গেছি।
এবার যদি বলি, চলে এসো।
আসবে না নিশ্চয়ই।
তবে - না না ভয় পেও না আমি তোমার একটুও ক্ষতি করব না।
তোমার দেওয়া নীল চিঠি গুলো এখনো খামে ভরা আছে।
মাঝে মাঝে পড়ি।
তোমার সেই আদর মাখানো প্রেমের ছন্দ।
তোমার ভালোবাসার অমৃত সুধা -
যা তুমি ঐ নীল খামটায় ভরে আমাকে পাঠাতে।
আমি নষ্ট করিনি।
পুড়িয়ে ফেলিনি।
তোমাকে ভালোবাসার একটা প্রতিদান পেয়েছিলাম আমি।
তোমার দাদার একটা চড়।
আজ তোমাকে চাওয়া আমার   - ঠিক নয় বোধ হয়।
আমার মনে হয় তোমার জন্য যা খবর।
তবে আরো একটু অপেক্ষা করতে পারতে।