অপেক্ষা
দেবপ্রসাদ জানা
    ৯.৫.২০২১


একটা চিঠি এসেছে,ডাক বাক্সে পড়ে
আছে,বহুদিন,খুলে দেখা হয় নি তা।
হয়তো ভুলে,নয়তো ইচ্ছে করে সেটা
খুলে দেখিনি আজও,কার অপেক্ষায়।
সময়টা আতঙ্কের,ভয়ে ভয়ে আছি,
সামনে অপ্রতিরূদ্ধ,অতি মহামারী,
যদি চিঠি খুলে দেখি,আপনজনের-
হঠাৎ মৃত্যুর ডাক,যদি দেখি তাতে
কিছুশব্দ,রিক্তপ্রাণে আবার দিয়েছে
আঘাত,সদ্যই মাকে হারিয়েছি আমি।
ভয় হয় আবারও কোনো প্রিয়জন-
চিঠির কালো অক্ষরে লীন হয়ে গেছে,
পড়ে থাকে চিঠি,ওই ডাকবাক্সে আজো।
কখনো কখনো উঁকি দিয়ে দেখি আছে
কিনা। মৃত্যুর নির্মোক ফুঁড়ে যদি আসে
আলোর বার্তা চিঠিতে,যদি কোনদিন
নানা রঙের পৃথিবী,ঝকমকে তার
আলোর ছটায় ভরে,বিষের বাতাস।
অনন্ত জলরাশির,গভীর হিল্লোলে
হতাশাক্লীষ্ট যুবক,সমুদ্রের বুকে
ঝাঁপিয়ে পড়ে আবেগে,তবু চিঠি পড়ে
থাকে,রুগ্ন ডাক বাক্সে,সারাদিন রাত।