অভিমানী
দেবপ্রসাদ জানা
২১.৭.২০২১


শ্রাবণে শ্রাবণ কাঁদে,অঝোর ধারায়।
দুই আঁখি জল নিয়ে,বোধের ভিতর,
ঝলমলে রোদ ছিল,গাছের মাথায়
লালে লাল ছিল তার উতলা অধর।


স্মিত হাসি ছিল ওই,আকাশের কোনে।
নীলাভ সাগরে ছিল,সোনালী রোদ্দুর।
সাদা মেঘ পাড়ি দিছে,নীলাকাশ পানে।
নোঙর করেছে তটে,বুঝেছি যদ্দুর।


তমসার চোখে কেন,পড়েনি পলক।
চোখের তারায় ভেসে,উঠছে গগন।
সোনালী শৈশব মনে,দিয়েছে পুলক।
নির্মল বাতাস যেন,পেতেছে আসন।


আষাঢ়ের মন খুব,অভিমান ভরা।
শ্রাবণের হাত ছেড়ে,চলে গেল ত্বরা।