আততায়ীর কামার্ত নিঃস্বাসে
পুড়ে ছাই হয়েছে কি তোমার দেহ?
তোমার সোনার দেহ।
বুকের ঘেরা খাঁচাটায় -
কত যতনে রেখেছিলাম তোমাকে -
আপন পাহারায়- ঘর্মাক্ত,
বিদগ্ধ তাপদাহের প্রকোপ না পড়ে।
শ্রান্ত,ক্লান্ত তোমার দেহখানি
এলিয়ে আছে,ঘুমিয়ে আছে -
দুই বাহুবন্ধনে -
তবু কেন যে, ক্ষত বিক্ষত হলো
তোমার ফুলের মতো দেহ?
রাজপথে রক্তাক্ত দেহটা-
মুক্তির প্রতীক্ষা অসহিষ্ণু যন্ত্রণায় বিমর্ষ।
অপ্রত্যাশিত যন্ত্রনা।
তোমার ফুলের মতো দেহটায়।
ঘুমাও, ঘুমাও তাহলে -
সারারাত সারাদিন সারাজীবন -
আমি তো জেগে আছি,
তোমার শিহরে,
মনের ভিতরে -
যদি কুয়াশায় পীড়িত করে,
রাতে পাখিরা করে জ্বালাতন,
অস্থির করে ঝোড়ো বাতাস তোমার সমাধী পরে
জেনো আমি আছি -
আমি আছি তোমার পাহারায়।
****