গিন্নী
আজ আমি চলে যাচ্ছি-
সেই যেখানে মানুষ তার
দোষগুন সব হিসাব করে।
পাপ পূন্যর হিসাব দেয়।
সেখানে -
ভগবান -
আমি আমার ভাগে কাজ করে আসতে পারলাম না।


বাবা মাকে সুখী করতে পারলাম না।
গিন্নী আমাকে দোষারোপ করবে
সন্তান আমাকে দোষারোপ করবে।
গালিগালাজও করবে।
প্রতিবেশী আমাকে দোষারোপ  করবে।


গিন্নী আমি পারলাম না-
আমি তোমাকে হনিমুনে নিয়ে যাইনি।
ছুটির দিনে সিনেমা যাইনি।
ভালো জায়গায় সপিং করাইনি।
বাপের বাড়ির কাউকে সাহায্য করিনি।
সোনার গয়না তোমায় করে দিইনি।
বিউটি পার্লার যেতে দিইনি।
তোমার বন্ধুদের সঙ্গে হেসে কথা বলিনি।
ছেলে মেয়েদের আমি শাসন করতে পারিনি।
ছেলেমেয়েদের সকাল বিকাল পড়াতে পারিনি।
তাদের স্কুল দেওয়া নেওয়া করিনি।
তোমাকে সকালে চা করে দিইনি।
ঘুম থেকে তুলে গুড মর্নিং বলিনি।
তোমার রান্নার বাহবা দিইনি।
তোমার খরচের টাকা দিতে পারিনি।
একটা চারচাকা কিনে লংড্রাইভ দিইনি।
সাউথে ঠাকুর দিখাইনি।
নিউমার্কেট ভিক্টোরিয়া দেখাইনি।


গিন্নী তোমার সাধ ছিল-
তোমার সাধ ছিল দোতালা বাড়ির,করতে পারিনি।
তোমার সাধ ছিল বাড়িতে একটা কাজের লোক,দিতে পারিনি।
তোমার সাধ ছিল একটা বিবাহ বার্ষিক অনুষ্ঠানের,করতে পারিনি।
তোমার সাধ ছিল চন্দ্রহারের করাতে পারিনি।
আরো অনেক আশা পূরণ করতে পারিনি।


ভগবান -
আমি তোমার দেওয়া পথ অনুসরণ করতে পারিনি।
তৃষ্ণার্ত কে জল দিইনি।
ক্ষুধার্তকে খেতে দিইনি।
ভিখারী কে একটি পয়সাও দিইনি।
বিপদগ্রস্থকে উদ্ধার করিনি।
অসুস্থ কে হাসপাতালে নিইনি।
মৃত দেহ শ্মশানে নেইনি।
সকাল সন্ধ্যায় তোমার নাম করিনি।
আমি মদ খেয়ে মাতাল হইনি।
মেয়ে মানুষ কে কু নজরে দেখিনি।
কোনদিন ঘুষ খাইনি।
একটা মশাও মেরে দেখিনি।
তাহলে আমি পাপ করেছি না পূন্য?
===