পরকীয়ার মতো
দেবপ্রসাদ জানা
১৬.৭.২০২১


নাইবা হলো প্রেম,পরকীয়ার মতো
উথালপাথাল নদীর জলে
মন ভারি কু বলে।
কেন এত করো ছল
প্রেম যদি নদীর জলে
ভাসিয়ে দেওয়া খড়কুটো হয়
ভাসতে ভাসতে অনেক দূর
কলসী ভরা প্রেমের মধু হৃদয়ে দিয়ে ভরে।
নাইবা হলো প্রেম পরকীয়ার মতো
ফুল পাখি উড়োজাহাজ বট গাছের ছায়া
সবইতো মায়া সখী সবই মরীচিকা।
আর থেকো না দূরে মাতাল বাঁশির সুরে
এসো একবার দেখো খুঁজে মনের কিছু
পাওয়া যায় কিনা?
বাজল বাঁশি মনে নয়,রাধা হওয়ার সময় হয়
জাগাও প্রেম,শরীর কয়,
মনের পাখি দেবে ফাঁকি বলো কেমনে হয়?
বিরহে কাঁদে হৃদয় খানা,
মন ভারি তুমি বিনা,
না না ঠাট্টা নয়, সত্যি করে বলি
নাইবা হল প্রেম,পরকীয়ার মতো।
মনের দরজা খুলে ভালোবাসা ঢুকতে দাও।
এ বয়সে কি প্রেম হয়?
ভালোবাসার মতো।