।। পাথর হৃদয়।।
দেবপ্রসাদ জানা
    ৩১.৮.২০২০


তিলে তিলে হৃদয়ের পাথর বাড়ছে
প্রথমে একটা করে, তারপর দুটো।
প্রচন্ড আঘাতে রোজ প্রস্তরে ভরছে।
হৃদয়ের চারখানা,নিলয় প্রকোষ্ট।


মনুষ্যত্ব মানবতা শব্দটা কল্পনা।
বোধশুন্য শরীরের উত্তর সহসা।
অবিনশ্বর জীবন,তাও তো মন্দনা।
ফিকে হয়ে যাবে সব,প্রেম ভালোবাসা।


মাথার ওপর কত শর্ত গেছে চেপে,
দিশাহারা জীবনের অফুরন্ত আশা।
অসহায় মুখগুলি অকারনে ক্ষেঁপে
উঠছে প্রত্যক্ষ ভাবে। অগনিত নেশা।


জীবন নদীর তীরে শুধু পাথরের
চাঁই। সরাতেই হবে,হোক না কষ্টের।