ধরো -হাঁটতে হাঁটতে একদিন
যদি পথ হারাই অজানা পথে।
হাত ধরে চলতে চলতে একদিন
যদি একা হয়ে যাই
জনঅরন্যে-
ধ্রুব তারা যদি কাছে ডেকে নেয়
একদিন পথের মাঝেই
তাহলে?
কাঁদবে তুমি?
বলবে ফিরে এসো?
ঝোড়ো বাতাসের বুকে যদি
ভেসে যাই একদিন-
তোমার অজান্তেই -
সাবিত্রীর মতো ফিরিয়ে আনবে আমায়?
বেদনার পোকা গুলো যদি
একদিন কুরে কুরে খায় তোমাকে -
সন্ধেহ যদি দানা বাঁধে মনে।
যদি আমার কবিতার খাতায়
অনেক প্রেমিকার নাম দেখো।
যদি দেখো দেহলগ্ন হয়ে আছি
কোনো রমনীর বক্ষে।
তাহলেও কি-
যদি দেখো একদিন পড়ে আছি-দুইভাগ হয়ে
রেল লাইনে-
নিথর দেহখানা তুলে বুকে নিয়ে কাঁদবে কি?
বড় কঠিন পরীক্ষা তাই না?
====