।।প্রেম প্রত্যাশা।।
   দেবপ্রসাদ জানা
   ১২.১২.২০২০


শূন্যতার করতলে,নগ্ন প্রত্যাশায়
গভীর বোধের স্বপ্নে,মগ্ন অগ্নিশিখা।
চেতনার সুর জাগে ঘৃন্য সুষমায়
কিঞ্জল চোখের কোনে লেলিহান শিখা।


ব্যবধানে ক্ষয় হোক,প্রেম ভালোবাসা
নীরব পাথর গুলি,শীতের চাদরে।
শূন্য বোধে পূর্ণ হবে,দৈহিক প্রত্যাশা
আবেগ আরোগ্য হবে,প্রেমের আদরে।


প্রণত রোদ্দুর পড়ে, উন্মুখ গহ্বরে
আঙুলে আঙুলে রপ্ত,হয় মেলামেশা
যত গল্প যত কথা, প্রেমের ভিতরে।
মুখোশে ঢেকেছে মুখ,ঢাকেনিতো ভাষা।

অনুভবে অকারণ,নগ্নতার দায় -
অাত্মক্ষতে আর্বজনা,জমে যায় পায়।  


      ।।পোকা।।
  দেবপ্রসাদ জানা
    ১৩.১২.২০২০


ক্রমশ বড় হয়েছে,বাসনার পোকা
সময়ের সঙ্গে সঙ্গে,আদরে বাড়ছে।
পার হওয়া কৈশোরে চাপা দিয়ে রাখা
পোকাদের দল আজ,যৌবনে ডাকছে।


লোমহর্ষক পোকাটা,হাঁটছে অজান্তে
শিরা উপশিরা হয়ে,মস্তিষ্কের  দিকে।
আমার আমিত্ব খেয়ে,আকাঙ্ক্ষার প্রান্তে
বাড়ছে ওর দৌরাত্ম্য,কে বোঝাবে তাকে?


জীবন যৌবন আর যৌবনের পোকা
অলিতে গলিতে সাথে,চলেছে প্রত্যহ।
নৈঃশব্দে গোপনে ছোঁবে,যেথা পাবে একা।
ভেতরে বাইরে সব,পোকা অহরহ ।


শিরদাঁড়া বেয়ে চাপা স্রোতে পোকা সব,
মস্তিষ্কের গ্রন্থি কাটে,করে কলরব।