।।প্রেম সঙ্গমে।।
দেবপ্রসাদ জানা
  ১৮.১১.২০২০

তোমার ছবিতে আমি,ওঁত পেতে থাকি
কোথায় লুকিয়ে আছে?গোপন পিপাসা।
অধরে অধর দিতে,ডাকে শুখ পাখি
দেহের কাননে ঝরে,অমৃত সহসা।

অমৃত অধরে তব,পান করি সুখে
অলি সম দেহ মোর,মত্ত হলো রসে।
জাগরিত দেহ মোর,চোখে চোখ রেখে
প্রেয়সী রজনী সখী,জোছনায় হাসে।

প্রস্তর স্তম্ভের নিচে,প্রেম কাঁদে পড়ি
মরা নদী বান ডাকে,সাগর সঙ্গমে
উঠেছে অমৃত কুম্ভ,টানাটানি করি।
আহা রে প্রেমের ব্যথা,পড়িল শরমে।

প্রেমের জোয়ারে ভাসে,হৃদয় আমার।
এত প্রেম কোথা ছিল?ছবিতে তোমার।